English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৬ ১২:১১

সুন্দরগঞ্জে জঙ্গি প্রতিরোধ র‌্যালী

অনলাইন ডেস্ক
সুন্দরগঞ্জে জঙ্গি প্রতিরোধ র‌্যালী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) উপজেলার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি আয়োজিত এক সমাবেশ উপজেলা চত্বরে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম, পৌর মেয়র আব্দুল্লাহ্-আল-মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন, চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, গোলাম কবির মুকুল, ছামিউল ইসলাম, ইব্রাহিম খলিলুল্ল্যাহ্, নাজমুল হুদা, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, নারী নেত্রী উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব প্রমূখ।

সমাবেশে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ পূর্ব একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।