English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৭:৪০

বিষপানে ২ জনের মৃত্যু, আত্মহত্যার চেষ্টা ৩

নিজস্ব প্রতিবেদক
বিষপানে ২ জনের মৃত্যু, আত্মহত্যার চেষ্টা ৩

নড়াইলে পৃথক ঘটনায় বিষপানে এক স্কুল ছাত্রসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অপর ঘটনায় প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনের আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার কুশুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র রুবেল হোসেন (১৮) বিষপান করে। টের পেয়ে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতেই রুবেল মৃত্যুর কোলে ঢলে পড়ে।

অপর ঘটনায় উপজেলার কশব ইউনিয়নের কশব গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী নববধূ শান্তনা আকতার (১৮) পারিবারিক কলহে বিষপান করে। টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতেই সে মারা যায়।

অপর ঘটনায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলাঙ্গা গ্রামের আবেদ আলী মন্ডলের ছেলে পাঁজরভাঙ্গা উচ্চ বিদ্যলয়ের ১০ম শ্রেণীর ছাত্র জুয়েল হোসেন (১৮) এর সাথে দোসতি গ্রামের আবদুস সামাদ মন্ডলের মেয়ে ও এসসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শামীমা আকতার মিতু (১৮) এর রং নম্বরের সূত্র ধরে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

পরে প্রেমের কথা জানাজানি হলে এ নিয়ে উভয় পরিবারের পিতা-মাতা তা মেনে না নিলে অভিমান করে প্রথমে রাত সাড়ে ১০টার দিকে প্রেমিক জুয়েল বিষপান করে। পরে প্রেমিকা মিতু রাত ১১টার সময় বিষপান করে। টের পেয়ে উদ্ধার করে উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একই দিন দুপুর ১ টায় পারিবারিক কলহে জহির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ বিষপান করে । বর্তমানে উক্ত ৩ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।