English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৬:৩৯

পাইকগাছায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, আহত ১

অনলাইন ডেস্ক
পাইকগাছায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, আহত ১

পাইকগাছায় এক নার্সারী ব্যবসায়ীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় বাড়ীর মালিক সুকুমার অধিকারী গুরুতর জখম হয়েছে। আহত সুকুমারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৩ টার দিকে উপজেলা গদাইপুর ইউনিয়নের সুকুমার অধিকারী (৫৫) বাড়ীর পিছনের প্রাচীরের গেট ভেঙ্গে ভিতরে  প্রবেশ করে।

যখন সুকুমার ও তার স্ত্রী ঘুমিয়ে ছিল সেই সময়ে জানালা কেঁটে ভিতরে প্রবেশ করে। এক সময়ে সুকুমার টের পেয়ে গেলে তার সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা  সুকুমারের মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করলে গুরুতর জখম হয়ে সুকুমার মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্ত্রী আত্মচিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই ডাকাতরা স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।