English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৬:২৮

সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী পাইকগাছায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী পাইকগাছায় মানববন্ধন

পাইকগাছা কলেজের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বনানী সংঘ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে একত্বতা পোষন করে।

ভারপ্রাপ্ত অধ্য মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বনানী সংঘের সভাপতি এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপাধ্য মিহির বরণ মন্ডল ও সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্য রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক মাসুদুর রহমান মন্টুর।

পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক বিষ্ণপদ পাল, আজিজুর রহমান, শহীদুল ইসলাম, গাজী আমান উল্লাহ, সরদার জামাল উদ্দীন, শেখ রফিকুল ইসলাম, লিলিমা খাতুন, আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, সাঈদুজ্জামান, তরুণ কান্তি মন্ডল, মাহবুবা নাজনীন ইরানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সাংবাদিক মো. আব্দুল আজিজ, বনানী সংঘের অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, এ্যাডঃ মোজাফ্ফার হাসান,  এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম বাবলু, সুনীল মন্ডল, মনোহর চন্দ্র সানা, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাষক রোহতাব উদ্দীন, হিরন্ময় রায়, শফিকুল ইসলাম, নুরুজ্জামান টিটু, শিার্থী কানিজ ফাতিমা, নূর জাহান আক্তার ও পাপড়ী মন্ডল।