English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৬:০৩

অভিযানে অস্ত্রসহ আটক ১ ডাকাত

অনলাইন ডেস্ক
অভিযানে অস্ত্রসহ আটক ১ ডাকাত

 পুলিশের অভিযানে আটক ১ জন ডাকাত । এ অভিযানে একটি সুর্টারগানসহ তাকে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ জুলাই) গভীর রাতে  কুমড়ীপাড়া গ্রামে ডাকাতী প্রস্তুতি কালে এস.আই সাইফুল ও এ.এস.আই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তহিদুল ওরফে হাদু মন্ডলের ছেলে মহন (২৫) কে একটি দেশী তৈরী সুর্টাার গানসহ আটক করে। 

এ ব্যাপারে ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান গ্রেফতারকৃত সন্ত্রাসী মহন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল, তার নামে ইতি পূর্বে একটি অস্ত্র মামলা রয়েছে।