English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৯:৩৪

সাংবাদিক আতিয়ার পাচ্ছেন কবি সম্মাননা

অনলাইন ডেস্ক
সাংবাদিক আতিয়ার পাচ্ছেন কবি সম্মাননা

নড়াইলের সিনিয়ার সাংবাদিক আতিয়ার রহমান কবি সম্মাননা পাচ্ছেন। কবি “বাঙ্গাল আবু সাঈদ স্মৃতি সংসদ (২৭ জুলাই) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

বিভিন্ন ক্ষেত্রে উক্ত সংসদ মোট ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা দিচ্ছে। কবি আতিয়ার রহমান সত্তর দশক হতে শুরু করে অদ্যাবধি কবিতাসহ বিভিন্ন বিষয়ে লেখা লেখি করে বিশেষ বুৎপত্তি অর্জন করেছেন। বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকাসহ সাময়িকী, সংকলন, স্মরনিকা ইত্যাদিতে তার লেখা ছাপা হয়।

তিনি প্রথম ১৯৮৪ সালে রূপগঞ্জ অনির্বান নাট্য সংঘ কর্তৃক কবি সম্মাননা পান। নড়াইল লোহাগড়ায় তিনি ইতিপূর্বে বেশ কয়েকটি সাহিত্য সংগঠন সৃষ্টিতে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করেন।

আতিয়ার রহমান একটি অন্যতম প্রধান জাতীয় পত্রিকায় নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। “রোগ জীবানু সহবাস” “কালো দিন গুলো“অচলায়তন ভেঙ্গেছি” “প্রহর পঞ্জিকা” “অন্তস্থঃখরা” সহ ১৫/২০টি কবি আতিয়ার রহমান অপ্রকাশিত কাব্য গ্রন্থের পান্ডুলিপি রয়েছে।

কবি আতিয়ার রহমান নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ইউছুপ শেখের ছেলে। তিনি ১লা জুন ১৯৫৬ সালে জন্ম গ্রহণ করেন।