English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৮:৫৮

গাইবান্ধায় গৃহবধূর আত্নহত্যা

অনলাইন ডেস্ক
গাইবান্ধায় গৃহবধূর আত্নহত্যা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়ানের খামার ধুবনি গ্রামের আতোয়ার বানু (৩৫) শয়ন ঘরের ধন্নার সাথে রশি বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সোমবার (২৫ জুলাই) আনুমানিক ১১ টার সময় এ ঘটনা ঘটে। তার স্বামী মো. মকিজল ইসলাম।

জানা যায়, আতোয়ার বানু প্রায় ১ বছর যাবত মানুষিক ভারসাম্যহীন ভাবে এলাকায় ঘোরাফেরা করত।

খামার ধুবনি গ্রামের সাবেক ইউপি সদস্য মোকছেদ আলী জানান, আতোয়ার বানু বেশ কিছুদিন থেকে মানুষিক ভারসাম্যহীন ছিল। যার কারণে বিগত দিনে তাকে রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা গ্রহণ করে।

এব্যাপারে ধুবনী কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।