English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৮:৫২

মালিকদের দ্বন্ধে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক
মালিকদের দ্বন্ধে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীর বাস চালকদের সাথে নাটোর বাস মালিকদের দ্বন্ধের জের ধরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার ( ২৬ জুলাই) সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এতে করে রাজশাহী থেকে বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা ব্যপক ভোগান্তির মধ্যে পড়েন।

জানা গেছে, নাটোর বাস মালিকদের সাথে রাজশাহীর বাস মালিকদের গাড়ী চলাচলের বিষয়ে ঝামেলা হওয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায় রাজশাহী থেকে ঢাকার রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা মহা ভোগান্তির মধ্যে পড়েন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতা বলেন, নাটোর বাস মালিকদের সাথে সমস্যা হওয়ায় তারা নাটোর দিয়ে রাজশাহীর বাস যেতে দিচ্ছেনা। তাই বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ হওয়ার পরে যাত্রীদের বাসের অপেক্ষায় করে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা গেছে।