English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৮:৪৬

রাজশাহীতে কৃষকলীগের অফিসে অগ্নি

অনলাইন ডেস্ক
রাজশাহীতে কৃষকলীগের অফিসে অগ্নি

রাজশাহী মহানগরীর ডাসমারী মধ্যপাড়া এলাকায় মতিহার থানা কৃষকলীগের অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোর রাতে দুর্বৃত্তরা ওই অফিস অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এই অগ্নিকান্ডে ঘটনায় অফিসের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র ভষ্মীভুত হয়। সকালে মতিহার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মতিহার থানার কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন আলো জানান, স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিত ভাবে এই কাজ করেছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

মতিহার থানার ওসি হুমায়ূন কবির জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। অভিযোগ পাওয়ার পর দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।