English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৮:৪১

খাগড়াছড়িতে যুবকের আত্মহত্যা নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে যুবকের আত্মহত্যা নিয়ে গুঞ্জন

খাগড়াছড়িতে প্রেমের ব্যর্থতার হতাশায় সানি বড়ূয়া (২১) নামের এক যুবক সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুধু প্রেমের হতাশায় নয়, তার পিতার দ্বিতীয় বিবাহের ফলে পারিবারিক কলহের এ ঘটনা ঘটেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে দিধা-ধন্ধ দেখা দিয়েছে।     

সোমবার (২৫ জুলাই) গভীর রাতে খাগড়াছড়ি জেলা শহরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। সে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী স্বপন বড়ূয়ার ছেলে বলে জানা যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত আনুমানিক ২ টার দিকে প্রেমের হতাশার কারণে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে।

নিহত সানি, নিশা বড়ুয়া নামের এক মেয়ের সাথে প্রেমের ব্যর্থতার হতাশায় কারণে ফেইজ বুক স্ট্যাটার্সে হতাশার বিষয়টি প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে বলে তিনি জানান।

নিহতের বাবা স্বপন বড়ুয়া জানান, ছেলে সানি সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ফিরে সন্ধ্যা ও রাতে খাওয়া দাওয়া শেষে ১১/১২টার দিকে তার কক্ষে প্রবেশ করে। সকালে বেলা হয়ে যাওয়ার পরও কক্ষের দরজা না খোলার ফলে সন্দেহ হলে পরে দেখা যায় সে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।