English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ২৩:৩৫

নড়াইলে জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ

উজ্জ্বল রায়
নড়াইলে জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ

নড়াইলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে নড়াইল ইজিবাইক-ইজিভ্যান বহুমুখী সমবায় সমিতির আয়োজনে শিল্পকলা একাডেমির উন্মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নড়াইল ইজিবাইক-ইজিভ্যান বহুমুখী সমবায় সমিতির সভাপতি লায়েব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন এডভোকেট  এস এ মতিন, এডভোকেট নজরুল ইসলাম, স্বপ্না সেন, নারী নেত্রী আঞ্জুমান আরা, নড়াইল ইজিবাইক-ইজিভ্যান বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মাসুম জমাদ্দার, নড়াইল ইজিবাইক-ইজিভ্যান বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম।

নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. হিমেল মোল্যা রায় বলেন, সন্ত্রাসী ও জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  ইসলামের নাম ব্যবহার করে যারা সন্ত্রাস সৃষ্টি করছে মানুষ হত্যা করছে তারা কখনো মুসলমান হতে পারে না। ইসলাম কখনো মানুষ হত্যাকে সমর্থন করেনা নিরাপরাধ মানুষ মেরে ইসলাম কায়েম এটি ধর্মের কোথাও সমর্থন করেনা। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়ানোর আহব্বান জানান বক্তরা।