English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ২০:২১

চেয়ারম্যান শহীদুলের বহিস্কারাদেশ স্থগিত

অনলাইন ডেস্ক
চেয়ারম্যান শহীদুলের বহিস্কারাদেশ স্থগিত

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের বহিস্কারাদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাময়িকভাবে বহিস্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।

২৪ জুলাই বিচারপতি কামরুল ইসলাম ও বিচারপতি রাজিক-আল- জিলিকের সমন্বয়ে গঠিত বঞ্চে এ স্থগিতাদেশ দেয়। বাদী পে রিটটি শুনানী করেন ব্যারিস্টার আমিনুল হক।

রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম ফরহাদের নামে দায়েরকৃত কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার অভিযোগে গত ১৬ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাময়িকভাবে বহিস্কার করে প্রজ্ঞাপন জারি করেন।

মন্ত্রণালয়ের এ আদেশ চ্যালেঞ্জ করে শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বঞ্চে এ রায় দেয়।