English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৭:৪৭

যৌন নিপিড়ণ দায়ে আটক ১

অনলাইন ডেস্ক
যৌন নিপিড়ণ দায়ে আটক ১

পাইকগাছায় এক গৃহবধুকে যৌন নিপিড়ণ করার অভিযোগে শংকর ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি এসএম জাবীদ হাসান জানিয়েছেন, উপজেলার বাঁকা গ্রামের গনেশ ঘোষের ছেলে শংকর ঘোষ (৫০) দীর্ঘদিন বাঁকা ঘোষপাড়া গ্রামের অরবিন্দু ঘোষের স্ত্রী পূর্ণিমা ঘোষ (৪৫) বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছিল।

ঘটনার দিন গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গৃহবধু পুর্ণিমা ঘোষ বসতবাাড়ি সংলগ্ন পাটক্ষেতের পাশে যাতায়াতের পথে ইটের খোয়া বিছানোর কাজ করছিলো। এসময় শংকর ঘোষ গৃহবধুকে কু-প্রস্তাব দিলে এতে রাজী না হওয়ায় শংকর গৃহবধুকে যৌন নিপীড়ণ করে।

এ ঘটনায় শনিবার (২৩ জুলাই) গৃহবধু পূর্ণিমা ঘোষ বাদী হয়ে শংকর ঘোষকে আসামী করে থানায় মামলা করে যার নং-২৭। মামলার একমাত্র আসামী শংকর ঘোষকে আটক করা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।