English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১৪:৫৯

তারেক রহমানের বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড, প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
তারেক রহমানের বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড, প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেযরম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজা প্রদানের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে “খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল” ধর্মঘটের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে।

রোববার (২৪ জুলাই) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

]বিক্ষোভ মিছিলের শেষে মূহুত্বে কলেজে বহিরাগত ছাত্রলীগ সন্ত্রাসীরা বাঁধা দেয় এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় স্থানীয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের  সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল নিন্দা জানিয়ে বলেন, গনতান্ত্রিক কর্মসূচী পালনে বাঁধা অগনতান্ত্রিক রাজনীতির প্রতিফলন।

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিসুল আলম আনিক এর নেতৃত্ব মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক একরাম হোসেন (রানা),সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলামসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক- মো. একরাম হোসেন (রানা) এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।