English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ০১:৪৬

নড়াইলে সুলতান উৎসব শুরু ২৯ আগস্ট

অনলাইন ডেস্ক
নড়াইলে সুলতান উৎসব শুরু ২৯ আগস্ট

চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে নড়াইলে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট সুলতান মঞ্চ চত্বরে তিনদিনব্যাপী সুলতান উৎসব অনুষ্ঠিত হবে।

এছাড়া তার জন্মজয়ন্তী উপলক্ষ্যে শনিবার (২৩ জুলাই) দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হযেছে।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।

এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান মিকু, প্রকৌশলী শৈলেন্দনাথ সাহা প্রমূখ। সভায় আগামী ১০ আগস্ট সুলতানের জন্মবার্ষিকী পালন উপলে কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

এদিকে, ১ সেপ্টেম্বর চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।