English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ২০:৩৫

সুন্দরগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্যাপন

অনলাইন ডেস্ক
সুন্দরগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্যাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভানুষ্ঠিত হয়েছে।

“জল আছে যেখানে- মাছ চাষ সেখানে”-এই প্রতিপাদ্যের আলোকে বুধবার (২০ জুলাই) সকালে বর্ণাঢ্য র‌্যালী সুন্দরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)-হাবিবুল আলমের সভাপতিত্বে স্থানীয় অডিটরিয়াম হলে আলোচনা সভানুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান- রেজিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন- কৃষি কর্মকর্তা- কৃষিবিদ রাশেদুল ইসলাম।

বক্তব্য রাখেন- মৎস্য কর্মকর্তা- আইরিন আসাদ, সহকারি মৎস্য কর্মকর্তা- মজিবর রহমান, সমাজ সেবক- রেজাউল আলম রেজা, মৎস্যজীবি- নরেশ চন্দ্র দাশ, জয়ন্ত কুমার দাশ প্রমূখ।

পরে মৎস্যজীবিদেরকে পরিচয় পত্র প্রদান করা হয়েছে বলে জানা গেছে।