English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৯:৫৫

বোমা হামলায় আ.লীগ কর্মী আহত

অনলাইন ডেস্ক
বোমা হামলায় আ.লীগ কর্মী আহত

চুয়াডাঙ্গা উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। এ ব্যাপারে গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করছে।

গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ওই আওয়ামী লীগ কর্মীর নাম মঞ্জির আলী (৪০)। তিনি কবিখালী গ্রামের মরহুম আলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনে জেতা ও হারার পর থেকে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা লেগেই চলেছে। তারই জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে বোমা হামলা ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটেছে।

এ হামলায় আওয়ামী লীগ কর্মী মঞ্জির আলী গুরুতর আহত হয়েছেন।

আহত মঞ্জির আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতের ব্যাপারে হাসপাতালের চিকিৎসক রাজিবুল ইসলাম জানান, মঞ্জিরের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে বিধায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো জরুরি হয়ে পড়েছে।

এ হামলার ব্যাপারে আওয়ামী লীগ নেত্রী ও গেল মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় পরাজিত প্রার্থী শেফলী খাতুন জানান, রাতে কবিখালী গ্রামের আওয়ামী লীগ কর্মী মঞ্জির আলী ও তার সঙ্গীরা স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় বর্তমান মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ৫-৬ জন ক্যাডার নিয়ে এসে প্রথমেই মঞ্জিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে এবং সব শেষে তারা তার ওপর বোমা হামলা চালিয়ে চলে যায়।

এরপর স্থানীয় জনগণের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মঞ্জিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে এ হামলার ব্যাপারে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, তার ওপর বোমা হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা ওৎ পেতে ছিল। সে অবস্থায় সন্ত্রাসীরা স্থানীয়দের হাতে ধরা পড়ে। সে সময় সন্ত্রাসীরা নিজেদের বাঁচাতে বোমা হামলা করে পালানোর চেষ্টা করে কিন্তু স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয় মঞ্জির।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, হামলার ঘটনা তিনি শুনেছেন। কিন্তু নির্দিষ্ট কোনো অভিযোগ পাননি। কী কারণে এ হামলা হয়েছে তার অনুসন্ধান চলছে।