English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ১৯:৪৩

৭ম শ্রেনীর ছাএী খাদিজা নিখোঁজ

অনলাইন ডেস্ক
৭ম শ্রেনীর ছাএী খাদিজা নিখোঁজ

দামুড়হুদার নাটুদা বালিকা মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাএী খাদিজা নিখোঁজ রয়েছে। দীর্ঘ ১১ দিন পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান।

অভিভাবকরা খাদিজা কে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। অাসলে খাদিজার ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চিত।

খাদিজার বাবা দামুড়হুদা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের দরিদ্র কৃষক ওসমান গনির মেয়ে খাদিজা খাতুন নাটুদা বালিকা মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাএী ছিলো। গত ৯ জুলাই মাদ্রাসা ঈদের ছুটি থাকলেও মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়।

তারপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। খাদিজার অভিভাবকরা অাত্নীয়-স্বজনদের বাড়ীতে খুঁজে না পেয়ে একেবারে ভেঙ্গে পড়েছে। দীর্ঘ ১১ দিন পেরিয়ে গেলেও মাদ্রাসা ছাএীকে খুঁজে না পাওয়ায় তার ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চিত হয়ে পড়েছে।