English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৬ ২২:০৭

ফেসবুকে ‘আইএস কুয়াকাটা’ নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক
ফেসবুকে ‘আইএস কুয়াকাটা’ নিয়ে তোলপাড়

‘আইএস কুয়াকাটা’ নামে একটি ফেসবুক আইডি নিয়ে কুয়াকাটায় তোলপাড় শুরু হয়েছে। ১ জুলাই গুলশানে জঙ্গি তৎপরতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত এক জঙ্গির ছবি ব্যবহার করে আইডিটি চালানো হয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান বুধবার বাংলায় লেখা ‘আইএস কুয়াকাটা’ নামে একটি ফেসবুক আইডি চালু থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বিষয়টি নিয়ে উচ্চমহলের সাথে করণীয় সম্পর্কে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

ফেসবুকের ওই আইডির বন্ধু তালিকায় এক হাজার ১৫৭ জনের নাম রয়েছে। চলতি বছরের ২৩ জুন আইডিটি চালু করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রোফাইলের অন্যান্য তথ্য লুকানো থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর কো-অপারেটিভ হাইস্কুলের নাম উল্লেখ রয়েছে।

এ প্রসঙ্গে মহিপুর থানার অফিসার ইনচার্জ মাকুসুদুর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আ. রাজ্জাক খান বলেন, ‘আমরা বিষয়টি দেখে উদ্বিগ্ন রয়েছি। এ সম্পর্কে প্রশাসন দ্রুত খোঁজখবর নেবে এমনটিই দাবি জানাচ্ছি।’

কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা সতর্ক রয়েছি। তবে কুয়াকাটায় কোনো জঙ্গিগোষ্ঠী রয়েছে কি না তা এখনই প্রশাসনের আইটি বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার।’

পটুয়াখালী পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুসফিকুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’