English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১৬:১৬

অবাধে গাছ কাটা বন্ধের দাবিতে সম্পাদকদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
অবাধে গাছ কাটা বন্ধের দাবিতে সম্পাদকদের প্রতিবাদ

মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রকাশিত ১১টি পত্রিকার সম্পাদক এক যুক্ত বিবৃতির মাধ্যমে ট্রেন চলাচল নির্বিঘ্নে করার নামে লাউয়াছড়া বনের হাজার হাজার গাছ কাটার প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গবরার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেছেন যেখানে অবাধ বৃক্ষনিধনের কারণে পরিবেশ হুমকির মুখে। সারা দুনিয়া জুড়ে পরিবেশ সংরক্ষকণের আন্দোলন হচ্ছে। সেখানে কোথায় গাছ সংরক্ষক করা হবে তা না করে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

যা পরিবেশ প্রকৃতি বিধ্বংসী উদ্যোগ। সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার কোনো নিয়ম না থাকা সত্ত্বেও রেলওয়ে বিভাগের বন বিভাগকে গাছ কাটার চিঠি প্রদানের বিষয়টি খুবই হতাশাাজনক। এই উদ্যোগ বন্ধ করতে হবে।

বিবৃতি স্বাক্ষরদাতারা হলেন - মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, শ্রীমঙ্গলের দৈনিক খোলা চিঠির সম্পাদ মো.সরফরাজ আলী বাবুল।

মৌলভীবাজার জেলা সদরের সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ হলেন- সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ. চৌধুরী, সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাপ্তাহিক মনুবার্তা সম্পাদক মো. জসিম উদ্দিন, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, শ্রীমঙ্গল থেকে সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম.এ. রহিম,সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইসমাইল মাহমুদ, সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা সম্পাদক এম. ইদ্রিস আলী, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তার সম্পাদক মো.মোমিনুল হোসেন সোহেল।