English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৬:৩১

নড়াইলে ১১৬ জনকে আইসিটির প্রশিক্ষন দেয়া হবে

অনলাইন ডেস্ক
নড়াইলে ১১৬ জনকে আইসিটির প্রশিক্ষন দেয়া হবে

নড়াইলে ২য় লোকাল গভন্যার্ন্স সার্পোট প্রজেক্টের আওতায়  ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ৩দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশাল উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৭ জুলাই) ডেমোক্রেসি ওয়াচের সম্মেলন কক্ষে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারী কমিশনার মো. আজিমুদ্দিন, আয়শা জান্নাত তাহেরা প্রমূখ।

এ প্রশিক্ষনে প্রতিটি ইউনিয়ন থেকে ৩জন করে মোট ৩দিনে ১১৬ জনকে আইসিটি বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হবে।

২য় লোকাল গভন্যার্ন্স  সার্পোট প্রজেক্ট  ( এলজিএসপি-২ ) এর আয়োজন করেছে।