English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৬:১৭

নড়াইলে বৃক্ষমেলা উদ্বোধন

অনলাইন ডেস্ক
নড়াইলে বৃক্ষমেলা উদ্বোধন

“অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান” “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) থেকে মেলা শুরু হয়ে চলবে ২৩ জুলাই পর্যন্ত।

জেলা প্রশাসন, সামাজিক বনবিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইল শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রকিবুল সরদার ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. নাছিমা খাতুন, বিভাগীয় বনকর্মকর্তা সামাজিক বনবিভাগ যশোরের মঈনুদ্দিন খান।

এ মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের ২৫ টি স্টল রয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার ও ওয়ার্কশপ। দেশি ফল বেশি খান স্টল প্রদর্শনী, পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানসহ প্রতিদিন থাকছে আলোচনাসভা ।