English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৫:৫৪

আলোকিত পাহাড়ের স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আলোকিত পাহাড়ের স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আলোকিত পাহাড়ের স্বপ্ন দেখেন। শিক্ষার আলোয় আলোকিত মানুষ এবার বিদ্যুৎ এর আলোয় আলোকিত হবে।

রোববার  খাগড়াছড়িতে দুঃস্থ পরিবারের মাঝে সোলার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির এমপি  কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

কুজেন্দ্র লাল বলেন, আগামিতে পার্বত্যাঞ্চলের মানুষ কোন ধরণের অবহেলায় থাকবে না। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ-সোলার ছাড়াও সকল সুযোগ-সুবিধা পাবে পার্বত্যবাসী।

তাই পার্বত্য জেলায় বেকার সমস্যার সমাধানে আমাদের সকলকে এক যোগে কাজ করার আহবান জানিয়ে শান্তি-সম্প্রীতির স্বপ্ন লালন করে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে বলে এমপি জানান।

দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার উপর গুরুত্বরোপ করে এমপি বলেন, বর্তমানে জঙ্গিবাদ-সন্ত্রাস ও দুষ্ট চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে টিআর ও কাবিখাসহ ২০ লক্ষা টাকা ব্যায়ে ৮৩টি সোলার ও ১০টি সেলাই মেশিন প্রদান করা হয়।  

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশেকুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, ৪ নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিব ত্রিপুরা প্রমূখ।