English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৫:৪১

সুন্দরগঞ্জে জামায়াতের আমির গ্রেফতার

নূরে আলম
সুন্দরগঞ্জে জামায়াতের আমির গ্রেফতার

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের সাবেক আমির সাইফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

১৬-০৭-২০১৬ পুলিশের বরাত দিয়ে বলা হয় শনিবার (১৬ জুলাই) আনুমানিক বিকেল পাঁচটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ১২ নং কঞ্চিবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়াডের কঞ্চিবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম  সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র এবং বিগত দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পূর্ব থানার আমির হিসাবে ছিলেন, তার বিরোদ্ধে নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোখলেছুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে, গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে আজ রোববার সকালে গাইবান্ধা জেলা আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।