English Version
আপডেট : ১৬ জুলাই, ২০১৬ ১৮:০০

কড়া নিরাপত্তায় উল্টোরথ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
কড়া নিরাপত্তায় উল্টোরথ অনুষ্ঠিত

নড়াইলে শ্রী শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর উল্টোরথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উল্টোরথ যাত্রা উপলে বৃহস্পতিবার (১৪ জুলাই) জেলার জমিদারদের নরবলি দিয়ে প্রতিষ্ঠিত সর্বমঙ্গলা কালিবাড়ি থেকে শুরু করে নিশিনাথতলা বাঁধাঘাট দূর্গা মন্দিরের সামনে মেলায় এসে শেষ হয়।

সেখানে হাজার হাজার নারী ও পুরুষের সমাগম ঘটে এবং রাত বারোটা পর্যন্ত মেলা চলতে থাকে।

রথযাত্রা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রথযাত্রা উপলক্ষে স্থানীয় উজ্জ্বল রায় বলেন, আমরা ছোটবেলায় রথযাত্রা উপলক্ষে অনেক আনন্দ করেছি। তাছাড়া আগে রথযাত্রা এলে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি আনন্দের বন্যা বইয়ে যেত। কিন্তু এখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন নিরাপত্তাহীনতায় থাকার কারণে এখন আর সে রকম হুল্লোড় দেখা যায় না।

তবে এবার পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের ব্যতিক্রমি উদ্যোগ ও বাড়তি নিরাপত্তার কারণে সনাতন ধর্মাবলম্বীরা আমেজের সাথে রথযাত্রা উদযাপন করেছে।

এ প্রসঙ্গে এলাকাবাসী মো. হিমেল মোল্যা বলেন, রথযাত্রা অনুষ্ঠান ভারতের পুরী থেকে এর প্রচলন শুরু হয়। সেই ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা আজও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা পালন করে আসে।

এছাড়াও রথযাত্রা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল জেলার প্রত্যেক সংখ্যালঘুর পরিবারের নিরাপত্তা বিধান করাই প্রশাসনের কাজ। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।