English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৭:৩৭

লাউয়াছড়ায় গাছ কাটার প্রতিবাদে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
লাউয়াছড়ায় গাছ কাটার প্রতিবাদে মতবিনিময় সভা

লাউয়াছড়ায় ২৫ হাজার গাছ কাটার প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেট জেলার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম এর সাথে ‘লাউয়াছড়াবন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন কমিটির’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৩ জুলাই) রাত ১০ টায় গ্রীন লিফ ইকো ট্যুরিজ্ম কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক জলি পাল।

সংঘটনের সদস্য সচিব আবুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিপিবির শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পপাদক মুসসাদ্দেক মেলা শিক্ষক ফণী ভূষণ রায় সিপিবির সদস্য পরিতোষ সরকার মিদুল দেব ।

আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা জাভেদ ভূঁইয়া প্রীতম দাশ প্রমুখ ।মতবিনিময় সভায় বক্তারা অবিলম্বে গাছ কর্তন রোধে গণসচেতনতা গড়ে তুলার আহবান জানান এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে এ আন্দোলন এ যোগদানের আহবান জানান ।