English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৭:০৪

চুয়াডাঙ্গার ৪ গাজা বিক্রতাকে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গার ৪ গাজা বিক্রতাকে জেল-জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৪ গাজা বিক্রতার জেলসহ অর্থ জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালেতর নির্বাহী ম্যাজিষ্ট্রট দামুড়হুদা উপেজলা সহকারী কমিশনার (ভুমি) ও আ. হালিম।

এই ৪ জনের মধ্যে দুই জনকে ৭ মাস ও বাকী ২ জনকে ৩ মাস করে জেল। পাশাপাশি ২ জনকে ২ হাজার করে ও বাকী ২ জনকে ৫শ’ টাকা করে জরিমানা আদেশ দেন।

 আটককৃতরা হলেন, দলকালক্ষীপুর গ্রামের জামালের ছেলে আ. হামিদ (২৭), একই গ্রামের মৃত্যু ওয়াজ আলী মন্ডলের ছেলে ছাত্তার মন্ডল (৬৭), গোপালপুর গ্রামের মৃত্য আলী আকবারের ছেলে মসলেম ফকির(৫৫) ও মৃত্যু আ. গফুর মালিথার ছেলে আ. গনি(৭৫)।  

বুধবার  বিকেল ৬ টার দিক উপেজলার গোপলপুর ও দলকা লক্ষীপুর  গ্রামে  এই  ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ইন্সেপ্যাকটর মিলন কুমার মুখার্জি  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এদেরকে আটক করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সেপ্যাকটর মিলন কুমার মুখার্জি গোপন সংবাদের ভিত্তিত্বে  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর ও  গোপালপুর  –গ্রামে তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করে।

পরে উক্ত স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আ. হামিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’টাকা জরিমান অনাদায়ে আরো ৩দিনের জেল, ছাত্তার মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’টাকা জরিমান অনাদায়ে আরো ৩দিনের জেল, মসলেম ফকিরকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের জেল ও আঃ গনিকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ডও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫দিনের জেলের এই আদেশ দেন।