English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৮:৫৪

সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

আল-মামুন
সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনট্যহরীর আনসার হেডকোয়ার্টার এলাকায় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী শান্তি পরিবহন খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকাল পৌনে ৯ টার দিকে আনসার হেডকোয়ার্টার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও গুরুত্বরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন দূর্ঘটনায় আহতের ঘটনা ঘটলেও কোন যাত্রী নিহত হয়নি বলে জানান তিনি।      আহতরা হলেন, আকাশ (২৪), সজল (৩৫), রনি দত্ত (৩২), ইয়াসমিন (৪০), হান্নান (৫৪), মর্জিনা (৩৮), খাগড়াছড়ি পুলিশ লাইনের এ.এসআই আনিছুর রহমান, খাগড়াছড়ি গোলাবাড়ি ডা.মাইনউদ্দিন ও তৈয়ব আলী (২৪) গুরুত্বর বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের দেখতে স্থানীয় প্রশাসনিক,রাজনৈতিক ও নিরাপত্তা বাহিনীর নেতৃবৃন্দরা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান বলে খবর পাওয়ার গেছে।

আহত যাত্রীরা বেশিরভাগ ছুটি শেষ করে কর্মস্থলে ফিরছিল। আবার কেউ কেউ পর্যটন এলাকা বেড়াতে আসছিল।

এদিকে মানিকছড়ি হাসপাতালের এম্বুলেন্স বিকল থাকায় রোগীদের অন্যত্র পাঠাতে ভোগান্তির শিকার হতে হয় বলে জানা গেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা সাহায্যের হাত বাড়িয়ে নিজ উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।