English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৮:২১

ছেলে-নাতির দায়ের কোপে আহত মরিয়ম

অনলাইন ডেস্ক
ছেলে-নাতির দায়ের কোপে আহত মরিয়ম

জমসেরপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের স্ত্রী মরিয়ম চাঁন (৭০)কে ছেলে দা দিয়ে কুপিয়ে আহত করেছেন। এসময়ে মরিয়মের নাতিও কুপিয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৭টার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের জমসেরপুর গ্রামে মরিয়মের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই দুঃখিনী মাতা মরিয়ম চাঁনকে বেদড়ক মারপিট করে মাথায় ও ডান হাতে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তার পুত্র আ. মন্নান (৪৫) ও নাতি ফয়েজ মিয়া (২০)। পরে মাতাকে ওই পাষন্ড পুত্রের ঘরের বাথরুমে ১ ঘন্টা থালাবদ্ধ করে রাখে।

পরে মরিয়ম চাঁনের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসীরা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এবং  আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয় মরিয়মকে।

আহত মরিয়ম জানান, আমার ছেলে ও ছেলের ঘরে নাতি বসতবাড়ির ৫ শতক ভিটে জমি নিয়ে কেন্দ্র করে এক পর্যায়ে আমার ছেলে মান্নানের সাথে কথাকাটাকাটি হয়। এ সময় মান্নানের ছেলে ফয়েজ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে অামার মাথায় ও ডান হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এ ব্যাপারে মরিয়ম চুনারুঘাট থানায় বাদী হয়ে ছেলে ও নাতি দুইজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলটি পরিদর্শন করে এসআই আরিফ।

পরে মন্নান ও ফয়েজ ওই মামলার জের ধরে আবারও দা দিয়ে কুপিয়ে মরিয়মের মাথা ও ডান হাতে আহত করে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ছেলে ও নাতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন জানান।