English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৯:৩৭

গুলশান-শোলাকিয়া হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির র‌্যালী

অনলাইন ডেস্ক
গুলশান-শোলাকিয়া হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির র‌্যালী

গুলশান-শোলাকিয়া হত্যাকান্ডে নিহতদের স্বরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে শোকর‌্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) দুপুরে নড়াইল জেলার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ১নং যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হাসান।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পা, বিএনপি নেতা এডভোকেট ইশতিয়াক হোসেন মঞ্জু, জেলা কৃষকদলের সভাপতি ফারুক হোসেন হেমায়েত, সাধারন সম্পাদক মোহাম্মদ নবীর হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল খবীর রেজা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার রহমান, জেলা শ্রমিকদলের আহবায়ক সাইদুজ্জামান আমল, সদস্য সচিব মুশফিকুর রহমান বাচ্চু, প্রমূখ।

অপর দিকে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানের নেতৃত্বে নড়াইল শহরে একাটি শোক র‌্যালী বের করে। র‌্যালিতে বিএনপিসহ দলে অন্যন্য অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা অংশ নেয়।

শোকর‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা এসময় জাঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। এবং আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে দলের সকলকে একতাবদ্ধ থাকার আহব্বান জানান।