English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৮:১২

পানব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক
পানব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাইরুল ইসলাম (৪৮) নামে এক পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে এক দুর্বৃত্ত।

সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালিকা গ্রামের একটি মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

গুরুতর জখম খাইরুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক  জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খাইরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে।

খাইরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন খাইরুল। এর কিছুক্ষণ পরই বাড়ির অদূরে একটি মাঠের মধ্যে তাকে গলা কেটে করে হত্যা চেষ্টা চালানো হয়। জখম খাইরুলের স্ত্রী ফুলজান বেগম জানান, ঘটনার আগে জমি বিক্রির ৬০ হাজার টাকা নিয়ে খাইরুল বাড়ি থেকে বের হন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন  জানান, কি কারণে খাইরুল ইসলামকে হত্যার চেষ্টা চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। তবে হামলাকারী রুম্মনকে গ্রেফতারের চেষ্টা চলছে।