English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৭:৪৪

হবিগঞ্জে শিক্ষকের লাথিতে নারীর অন্তঃস্বত্তা নষ্ট

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে শিক্ষকের লাথিতে নারীর অন্তঃস্বত্তা নষ্ট

পীরেরগাঁও গ্রামের অন্তঃস্বত্তা কামরুন্নাহারকে (২২) পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই (৩৮) বেদড়ক পিটিয়েছে।  এসময়ে শিক্ষকের এলোপাতালি তলপেটে লাথিতে কামরুন্নাহারের ২ মাসের অন্তঃস্বত্তা নষ্ট হয়েছে। 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের শুক্রবার (৮ জুলাই) বিকেলে কামরুন্নাহারের নিজ বসতবাড়ির উঠানে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পীরেরগাঁও গ্রামের তার ননদ খাইরুল আক্তার (২০) এর সাথে বিভিন্ন পূর্ব বিরোধের জের ধরে মাদ্রাসা শিক্ষক আব্দুল হাইয়ের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এসময় খাইরুল আক্তারের বড়ভাবি কামরুন্নাহার বাধা দিতে গেলে শিক্ষক আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে বেদড়ক মারপিট ও তলপেটে লাথি-মুড়া মেরে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এসময় কামরুন্নাহার ব্যথায় উঠানে পড়ে ছটপট করতে থাকে। কামরুন্নাহারের আত্মচিৎকার শুনে আশপাশের স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে উদ্ধার করে মুমূর্ষ জনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও কামরুন্নাহারের বড় ভাই এখলাছ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাকে হাসপাতালে দেখতে এসে দুঃখ প্রকাশ করেন। এ ব্যাপারে কামরুন্নাহার বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

উল্লেখ্য যে, আব্দুল হাই এর বিরুদ্ধে বিভিন্ন জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা হবিগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানান।