English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ১৩:০৮

পাবনা জেলা ছাত্রলীগের বিখ্খোভ মিছিল ।।

পাবনা জেলা প্রতিনিধি
পাবনা জেলা ছাত্রলীগের বিখ্খোভ মিছিল ।।

এম এইচ মকিমঃ কেন্দ্রীয় ছাত্রলীগের সারা বাংলাদেশের কর্মসূচী হিসেবে সম্প্রতি গুলশান আর্টিজন বেকারী রেষ্টুরেন্টে জঙ্গি হামলার প্রতিবাদে পাবনা জেলা ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বেলা ১২টায় এক বিক্ষোভ মিছিল জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক শিবলী সাদিকের পরিচালনায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি জঙ্গি হামলায় নিহত বাংলাদেশ ও বিদেশী নাগরিকসহ সকল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন ছাত্র সমাজ যেন পথভ্রষ্ট না হয়ে জঙ্গিবাদের মদদে আকৃষ্ট হয়ে দেশের কোন ন্যাক্কারজনক কর্মকান্ডে অংশগ্রহণ না করে সেদিকে সবাইকে দৃষ্টি রাখার আহবান জানান। তিনি আরও বলেন অপরিচিত যে কোন যুবকের আচরণ বিধি লক্ষ্য রাখতে এবং আইন শৃংখলা বাহিনীর কাছে এ ধরণের যুবকের সন্ধান পেলে তাৎক্ষণিক তাদেরকে সংবাদ দিতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুম্মুন, সাধারণ সম্পাদক শান্ত, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেহান, সাধারণ সম্পাদক সৌরভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মজিদসহ জেলা ছাত্রলীগের সকল ইউনিটের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।