English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১৫:৪৩

জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ

গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদসহ জড়িতদের বিচারের দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ।

সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর আ’লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভটি নগর আ’লীগের দলীয় কার্যালয় আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেব বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।