English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০৩:৫১

পাবনায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ৫

অনলাইন ডেস্ক
পাবনায় ট্রাকের চাপায় নিহত ১, আহত ৫

পাবনা শহরের অদূরে নূরপুর বাইপাস সড়কে  ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আইনুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা আরো ৫ জন আহত হয়েছেন ।

শুক্রবার (১ জুলাই)  দুপুর ১২টার দিকে পাবনা সদর উপজেলার নূরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, দুপুর ১২টার দিকে পাবনা শহরমুখী ওই অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশায় থাকা এক যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।