English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০৩:৪৬

খাগড়াছড়িতে বেঁচা-কেনার ধুম

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে বেঁচা-কেনার ধুম

শেষ মুহুত্বে জমে উঠেছে খাগড়াছড়িতে ঈদের বাজার। পবিত্র রমজান মাসের শুরু থেকে কেনা কাটায় বাজার মন্দা গেলেও শেষ মুহুত্বে বেশ চাঙ্গা। মধ্য আয়ের মানুষগুলো ঈদ পালনের পরিবারের লোকজনদের চাহিদা পূরন করতে পারলেও হতাশ নিম্ন আয়ের মানুষ।

এখানের কাপড় ও জুতার দোকানে শেষ সময়ে ভীড় বাড়ছে ক্রেতাদের। তারপরও বিগত বছরের তুলনায় বেচা-কেনা এবার সন্তোষজনক নয় বলে জানালেন বিক্রেতারা।

 ঈদের বাজারে নতুন পোশাকের আশায় মা-বাবার সাথে ভিড় করতে দেখা গেছে ছোট সোনামণিদের। বাহাড়ি রঙের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও জিন্স পেন্ট কিনতে আগ্রহী শিশুরা।

অন্যদিকে মধ্য বয়সী যুবক-যুবতীদের নজর রঙ্গিন আর আধুনিক ডিজাইনের রং বাহারী কাপড়ের দিকে। তবে পোশাকে আধুনিকতায় কেনা কাটায় এগিয়ে মেয়েরা। কারণ দামে নয়, নানা রংয়ের মন কাড়া দৃষ্টি নন্দন পোশাকেই এখনকার ললনাদের পচন্দের প্রধান কারণ বলে মনে করছে ব্যবসায়ীরা।

তবে সাধারণ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের অভিযোগ অতিরিক্ত দামে বিক্রয় হচ্ছে কাপড়ের মুল্য। ফলে ক্রয় ক্ষমতার বাহিরের হওয়ায় মানুষ পরিবার নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবে কিনা তা  হতাশা দেখা গেছে।