English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০২:৫৩

অভিযানে আটক ৩৫ জন

অনলাইন ডেস্ক
অভিযানে আটক ৩৫ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, পুলিশের বিশেষ অভিযানে নগরীর চার থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ মোট ৩৫ জনকে আটক করেছে।

আটক ৩৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৫ জন, মাদকের নিয়মিত মামলায় আসামী ৮ জন রয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।