English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০২:৪০

পাইকগাছায় মহিলা পকেটমারদের দৌরাত্ব বেড়েছে

অনলাইন ডেস্ক
পাইকগাছায় মহিলা পকেটমারদের দৌরাত্ব বেড়েছে

পাইকগাছায় ঈদকে সামনে রেখে বিভিন্ন মার্কেট ও বিপনী বিতানগুলোতে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে সুন্দরবন মার্কেট কাপড় পট্টিতে ৫ মহিলা পকেটমারদের কবলে পড়েছেন বলে জানিয়েছেন মার্কেট ব্যবসায়ীরা।

এদিকে ঈদের শেষ মূহুর্তে ভীড় যতই বাড়ছে ততই ছিনতাইয়ের আশংকা করছেন ক্রেতারা।

পৌর সদরের সর্ববৃহৎ কাপড় পট্টি সুন্দরবন মার্কেটের বিসমিল্লাহ বস্ত্রসম্ভারের মালিক শফিয়ার রহমান জানান, ঈদকে সামনে রেখে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার ৩ জন এবং বুধবার ২ জন মহিলা পকেটমারদের কবলে পড়েন। এ সময় পকেটমাররা মহিলাদের সাইড ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিবিগ্নে পালিয়ে যায়।

ব্যবসায়ী উত্তম দেবনাথ জানান, বোরখা পরা ৩/৪ জন মহিলা একসাথে হয়ে দোকানে ভীড় করে। এ সময় ভীড়ের মাঝে মহিলা পকেটমারদের কবলে পড়ছেন সাধারণ মহিলা ক্রেতারা। পকেটমাররা ক্রেতাদের সাইড ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিবিগ্নে পালিয়ে যায়।

এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, ঈদকে কেন্দ্র করে পৌর সদরসহ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট সমূহে সাধারণ মানুষ যাতে নিবিগ্নে ঈদের কেনাকাটা করতে পারে এ জন্য মার্কেট সমূহে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের আগেরদিন গভীর রাত পর্যন্ত নিরাপত্তা এ ব্যবস্থা বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন।