English Version
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১৩:৩৮

নড়াইলে ১৬ মেট্রিক টন চাল জব্দ, পলাতক কর্মকর্তা

অনলাইন ডেস্ক
নড়াইলে ১৬ মেট্রিক টন চাল জব্দ, পলাতক কর্মকর্তা

নড়াইলে কোটাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) পাচারকৃত ১৬ মেট্রিক টন চাল জব্দ করেছেন লোহাগড়া ইউএনও।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বড়দিয়া খাদ্যগুদামের সামনে থেকে ট্রাকভর্তি ৩২০ বস্তা চাল জব্দ করা হয়।

এ ঘটনায় বড়দিয়া খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী পালিয়ে গেছেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা জানান, কোটাকোল ইউপির জিআর এর ১৬ মেট্রিক টন চাল দু:স্থদের মাঝে বরাদ্দ না করে এসব চাল খুলনার রূপসায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাকসহ চালগুলো জব্দ করা হয়েছে।

ট্রাক চালক তরিকুল জানিয়েছেন, বড়দিয়া থেকে তাকে চালগুলো খুলনার রূপসায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু, কে বা কারা চালগুলো খুলনায় নিয়ে যেতে বলেছেন, তাদের কোনো তথ্য দিতে পারেননি ট্রাক চালক তরিকুল।

এদিকে, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী মোবাইল ফোনে দাবি করে বলেন, এ সময় অফিসের কাজে বাইরে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।