English Version
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১২:২৪

বিশেষ অভিযানে রাজশাহীতে অাটক ৩০

অনলাইন ডেস্ক
বিশেষ অভিযানে রাজশাহীতে অাটক ৩০

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর চার থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বৃহস্পতিবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, আরএমপি পুলিশের বিশেষ অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৫ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ১ জন এবং ডিবি পুলিশ ৩ জনকে আটক করেছে।

আটক ২৬ জনের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য মাদকসেবী ৭ রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অভিযানের জন্য রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে চোকপোষ্ট তৎসহ মার্কেট গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে এসি ইফতেখায়ের আলম আরো জানান।