English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৭:৪২

বধূকে নির্যাতন দায়ে স্বামী, শাশুড়িসহ ভাসুর আটক

অনলাইন ডেস্ক
বধূকে নির্যাতন দায়ে স্বামী, শাশুড়িসহ ভাসুর আটক

রাজশাহী মহানগরীতে জ্যোতি (২২) নামের এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী, ভাসুর ও শাশুড়িসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) রাতে তাদের নগরীর মেহেরচণ্ডী মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করে মতিহার থানা পুলিশ।

পুলিশের হাতে আটককৃতরা হলো- নগরীর বোয়ালিয়া থানার মেহেরচণ্ডি এলাকার বাবলুর ছেলে শিবলু (৩০), মাসুদ (৩২) এবং বাবলুর স্ত্রী খুরশেদা বেগম (৪৫)।

গৃহবধূ জ্যোতির অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার উপর স্বামী, ভাসুর ও শাশুড়িসহ পরিবারের লোকজন নির্যাতন করত। দিনের পর দিন তার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

এদিকে, গত ১৮ এপ্রিল সকালে পারিবারিক বিষয় নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তাকে জোরপূর্বক তার স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন ঘরের মধ্যে ঢুকিয়ে শরীরে পেট্রোল ধরিয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে তার শরীর পুড়ে গুরুতর আহত হন। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে নগরীর মতিহার থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মতিহার থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানা পুলিশ জানতে পারে যে ওই এলাকা বোয়ালিয়া থানার মধ্যে।

বিষয়টি জানার পর পুলিশ তাদের বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাহাদত হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।