English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৫:০৯

ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

অনলাইন ডেস্ক
ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে চোলাই মদ, ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।

নগরীর কাঁঠালবাড়ীয়া হাটুভাঙ্গার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদসহ ভেড়িপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোশাররফ হোসেন ওরফে মানিক (৩৮), ভাটাপাড়া কামাল খাঁ মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুহের ছেলে আজাদ (৩৮) এবং হড়গ্রাম পূর্বপাড়া এলাক অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ আকবর আলীকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।