English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৫:০৩

রাজশাহীতে মা-ছেলে মাদক ব্যবসায়ীসহ আটক ৬

অনলাইন ডেস্ক
রাজশাহীতে মা-ছেলে মাদক ব্যবসায়ীসহ আটক ৬

রাজশাহীতে মা-ছেলে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

পুলিশের হাতে আটককৃতরা হলো পঞ্চবটি এলাকার বিলকিস বেগম ও তার ছেলে মোহাম্মদ আলী, নাসরিন, শামসুন্নাহার, পাপড়ি এবং বিথি।

জানা গেছে, রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকায় দীর্ঘদিন তারা মা-ছেলেসহ মাদকের ব্যবসা করে আসছিল। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, মাদক ব্যবসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।