English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ২২:০৮

গুইমারায় প্রশাসন উদ্যোগে ইফতার

অনলাইন ডেস্ক
গুইমারায় প্রশাসন উদ্যোগে ইফতার

খাগড়াছড়ির গুইমারায় উপজেলা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্ভোধনের পর প্রথম বারের মত উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ রমজান) উপলক্ষে  ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন এ আয়োজন করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

এতে বিশেষ অতিথি ছিলেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার কামরুজ্জামান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুর নুর, খাগড়াছড়ি জেলা প্রশাসনের এডিসি জেনারেল এটিএম কাউসার হোসেন, এডিএম মো. অাবুল আমিন প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, গুইমারা প্রেস কাবের উপদেষ্টা সাংবাদিক নুরুল আলম,বাজার ব্যবসায়ী নেতা, স্থানীয় গন্যমান ব্যাক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ এতে অংশ নেয়।

ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে দেশ-মানুষের শান্তি কামনা করে দেয়া ও মুনাজাত করা হয়।