English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৮:৩৯

লোড শেডিং প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক
লোড শেডিং প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ

পাইকগাছায় লোড শেডিংয়ের প্রতিবাদে নাগরিক কমিটির প্রতিবাদ সভার পর আজ বিক্ষোভ মিছিল করেছে বিুদ্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুন) সকালে এই বিক্ষোভ মিছিলে পল্লী বিদ্যুৎ সমিতির রিজিওনাল অফিসের ডিজিএম বদরুল আনামকে অবিলম্বে অপসারণ দাবী জানান তারা।

জানা যায়, পল্লী বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং এ অতিষ্ঠ হয়ে ওঠে পাইকগাছা-কয়রার ৩০ হাজার গ্রাহক। স্থুবীর হয়ে পড়ে দৈনন্দীন কার্যক্রম। এর প্রতিবাদে সোমবার (২৭ জুন) সকালে প্রতিবাদ সভা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানায় পাইকগাছা নাগরিক কমিটি।

নাগরিক কমিটির প্রতিবাদ সভার পর রাত ১০ টার দিকে আবারও লোডশেডিং এর কবলে পড়েন এলাকাবাসী। আর তাৎক্ষণিক ভাবেই বিুদ্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল আকারে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 

আজ সকাল ১১ টায় বাজার চৌ-রাস্তা মোড়ে মানববন্ধন আহবান করেছেন পাইকগাছা নাগরিক কমিটি। এলাকার সকলের এখন একটাই দাবী পল্লী বিদ্যুৎ সমিতির রিজিওনাল অফিসের ডিজিএম বদরুল আনামকে অবিলম্বে অপসারণ করতে হবে এমন দাবী করেন এলাকাবাসী।