English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৮:২৮

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের সভা

অনলাইন ডেস্ক
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের সভা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজশাহী পুলিশ লাইন ক্যান্টিনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে আইনশৃঙ্খলা ও দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

আরএমপি কমিশনার সাংবাদিকদের সাথে পুলিশ অফিসারদের পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে কাজ করার নির্দেশ দেন। সেই সাথে আরএমপিকে তিনি ছোট ছোট বিটে ভাগ করে পুলিশের এসআই ও এএসআইকে দায়িত্ব দিয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার কথা ব্যক্ত করেন।

সেই সাথে তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করার আহবান জানান তিনি।

এ সময় আরএমপি পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমদ, ডিসি হেড কোয়ার্টার তানভির হায়দার চৌধুরী, ডিসি পশ্চিম তৌহিদুল ইসলাম, ডিসি পূর্ব তোফায়েল আহমদ, এসি ট্রাফিক মোহাম্মদ ইবনুল মিজান, নগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম ও এসি গোলাম সাকলায়েন।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৪০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।