English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৮:০৪

প্রতিদিন বাড়ছে চিনির দাম

অনলাইন ডেস্ক
প্রতিদিন বাড়ছে চিনির দাম

রাজশাহী মহানগরীতে চিনির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম বেড়েছে বস্তা প্রতি প্রায় ৫০০ টাকা। এক দিনের ব্যবধানে রোববার (২৬ জুন) বেড়েছে বস্তা প্রতি ১০০ টাকা। কেন এই চিনি দাম বৃদ্ধি, এর কারণ নগরীর অনেক ব্যবসায়ী জানেন না। তবে চিনি বৃদ্ধির কারণ হিসেবে ট্রান্সপোর্ট খরচের কথা জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম ব্যবসায়ীরা।  চিনির গাড়ী রাস্তায় যানজটের জন্য আটকা পড়ে থাকাও একটি কারণ বলে মনে করেন অনেক।

রাজশাহী সাহেব বাজার আরডিএ মার্কেটের ব্যবসায়ী আলী আহম্মদ জানান, গত এক সপ্তাহ আগে যে চিনির দাম কেজি প্রতি ৫৮ থেকে ৬০ টাকা, সেই চিনি এখন বিক্রি করতে হচ্ছে ৬৩ থেকে ৬৪ টাকা দরে।

অপর ব্যবসায়ী মজিবুর রহমান জানান, তারা পাইকেরীদের কাছে চিনি কিনতে গেলে তাদের বলা হয়, আজ ২ হাজার ৪০০ টাকা তো কাল ২ হাজার ৬০০ টাকা। কোন কোন দিন বলা হয় চিনির সরবরাহ নেই। এরপর এক দিনের ব্যবধানে পরের দিনে বস্তা প্রতি ২০০ টাকা বৃদ্ধি করা হয়। তারা ঢাকা চট্টগ্রামের পাইকারী ব্যবসায়ীদের কাছে জিম্মি বলে ক্ষোভ প্রকাশ করেন। একই অভিযোগ রাজশাহী সুগার মিলের চিনির দাম নিয়ে।

ব্যবসায়ীরা জানান, গত ১ সপ্তাহ আগে এক কেজির প্যাকেট চিনি বিক্রি করেছেন ৫৮ টাকায়। এখন সেই চিনি বিক্রি হচ্ছে ৬৪ টাকায়। রোববার সুগার মিলের চিনি তাদের পাইকেরী কিনতে হয়েছে ৬৩ টাকা দরে।

এদিকে ক্রেতারা জানিয়েছেন প্রতি বছর ঈদুল ফিতরের আগে চিনির দাম বৃদ্ধি পায়। এবছর মনে হয়েছিল চিনির দাম বাড়বে না। কিন্তু ১৫ রোজার পর থেকে যে হারে চিনির দাম বাড়ছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলা কঠিন। এখনই এব্যপারে সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলে তারা জানান।