English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১৪:১০

চট্রগ্রামে ত্রিমুখী সংঘর্ষে ৪ বায়ারসহ আহত ২৫

অনলাইন ডেস্ক
চট্রগ্রামে ত্রিমুখী সংঘর্ষে ৪ বায়ারসহ আহত ২৫

পোশাক শ্রমিকবাহী একটি বাস, মাইক্রোবাস ও রাইডারের ত্রিমুখী সংঘর্ষে চার বিদেশি বায়ারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম নগরীর বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, কর্ণফুলী ইপিজেডের ‘হংকং ডেনিম প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক বহনকারী বাসের সঙ্গে বিপরীতমুথী একটি রাইডার ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে থাকায় বিপরীতমুখী রাইডারের সঙ্গে সংঘর্ষের পর পাশে থাকা বিদেশি বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।

মাইক্রোবাস ও রাইডারটি রাস্তার দু্ই পাশে পড়ে যাওয়ার পার বাসটিও রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়। তিনটি পরিবহনের যাত্রীই আহত হন।  মাইক্রোবাসে থাকা চার বিদেশি নাগরিক আহত হন। তারা ‘গার্মেন্ট বায়ার’। চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় যাচ্ছিলেন তারা বলে জানা যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো হামিদ জানান, আহতাবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি। খকর-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম