English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৫:০৮

যশোরে ট্রেন- প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
যশোরে ট্রেন- প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

যশোরে ট্রেন- প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ২ জন। সদর উপজেলার মানিকদিহি গ্রামে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— জেলার কেশবপুর উপজেলার চাঁচড়াইল গ্রামের রেজাউল কবীর রাজু (৩৮), প্রাইভেটকারচালক কেশবপুরের বায়সা এলাকার আব্দুল হাকিম (৩২), সদর উপজেলার তীরেরহাট গ্রামের নিত্যপদ দাসের ছেলে স্কুলছাত্র চয়ন (১৩) এবং তার দিদিমিা জয়ারানী (৫৫)।

আহতরা হলেন— নিহত চয়নের মা দীপিকা রানী (৩৫) ও তার ভাইয়ের ছেলে কেশবপুর উপজেলার ফতেখালি এলাকার বাঁধন দাস (২২)। আহত দীপিকা রানী ও বাধন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিয়ান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দীপিকা রানী জানান, এদিন সকালে তারা একটি প্রাইভেটকারে কেশবপুর থেকে যশোরের তীরেরহাটে যাচ্ছিলেন। পথে সাতমাইল মথুরাপুরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রেনের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) আইসি ইদ্রিস আলী জানান, সকালে খুলনা থেকে চিত্রা এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সাতমাইল-মথুরাপুরে রেলক্রসিংয়ে ট্রেনটির সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়।