English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৯:৫৬

বাল্যবিয়ের দায়ে দুই পিতাসহ পুরোহিতের জেল

অনলাইন ডেস্ক
বাল্যবিয়ের দায়ে দুই পিতাসহ পুরোহিতের জেল

নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামে বাল্যবিয়ের দায়ে বর-কনের পিতসহ পুরোহিতকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ জুন) রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এ রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের হরসিত ঘোষের ছেলে প্রসেনজিৎ ঘোষ (২৬) সাথে একই গ্রামের কালিদাস ঘোষের মেয়ে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি ঘোষ (১৫) এর মধ্যে সোমবার রাতে বিয়ের আয়োজন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল ওই বিয়ে বাড়িতে হাজির হয়ে বাল্য বিয়ে পন্ড করে দেন।

এবং বাল্যবিয়ের দায়ে বরের পিতা হরসিত ঘোষ (৫৫), কনের পিতা কালিদাস ঘোষ (৪৫) ও পুরোহিত ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের রবিন্দ্রনাথ চক্রবর্ত্তীর ছেলে কালু গোপাল চক্রবর্ত্তী (৬০) কে ৭দিনের জেল প্রদান করেন।